+880-2-9121205-06
info@cknfeeds.com

উৎপাদনে গেল নাহার এগ্রোর নতুন লেয়ার ফিডমিল

নাহার এগ্রো গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দ্রুত সম্প্রসারণশীল একটি শিল্প প্রতিষ্ঠান। সঠিক মানের মুরগীর বাচ্চা এবং খাদ্য উৎপাদনে এই গ্রুপ অধিক গূরুত্ব দিয়ে থাকে। ইতোমধ্যে নাহার ফিড বাজারে যথেষ্ট সাড়া ফেলেছে।এ্যান্টিবায়োটিক এবং প্রাণীজ প্রোটিনমুক্ত  খাদ্য তৈরি করে এই গ্রুপ যথেষ্ট সুনাম  কুড়িয়েছে। গ্রুপের অন্তর্গত দেশের অন্যতম বৃহৎ একটি ফিডমিল চলতি বছরের  শুরুতে উৎপাদনে আসার পর দ্বিতীয় দফায় উৎপাদনে গেল প্রতিষ্ঠানটির একটি লেয়ার ফিডমিল। উল্লেখ্য নাহার এগ্রো গ্রুপ প্রতিটি ক্যাটাগরির ফিড আলাদা আলাদা মেশিনে উৎপাদন করে থাকে যা কাঁচামালের cross contamination মুক্ত।

নাহার এগ্রো গ্রুপের ঘন্টায় ৩০-৪০ টণ ব্রয়লার ফিডমিলের একই প্রাঙ্গনে নতুন এই লেয়ার ফিডমিলটি স্থাপন করা হয়েছে। এই লেয়ার ফিডমিলটি থেকে নাহার এগ্রো গ্রুপ তাদের লেয়ার DOC‘র সাথে উন্নতমানের খাদ্য সরবরাহ করবে।