05 মার্চ
  • By admin

চিকস অ্যান্ড ফিডসের সাথে জার্মানীর বিখ্যাত পোল্ট্রি কেইজ (cages) উৎপাদন কোম্পানি সালমেট (SALMET) এর পথচলা শুরু হলো। বাংলাদেশের লেয়ার ফার্মিং এখন ক্রমশই আধুনিক থেকে অত্যাধুনিক হচ্ছে। তৈরী হচ্ছে লক্ষ লক্ষ লেয়ার মুরগীর আধুনিক ফার্ম। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে কার্যক্রম শুরু করলো সালমেট। সম্প্রতি বিশ্বের এক নম্বর কোম্পানি হিসেবে স্বীকৃত সালমেটের সাথে চিকস এন্ড ফিডস চুক্তিবদ্ধ হয়েছে।

সালমেট লেয়ার কেইজ, ব্রয়লার কেইজ এবং ব্রিডার কেইজ তৈরী করে থাকে। সালমেট কেইজ ৩০ বৎসর বা ততোধিক সময় ব্যবহারপোযোগী। সম্পূর্ণ স্বয়ংক্রিয় সিস্টেমে কোনরকম হাতের ছোঁয়া ছাড়াই ফার্মের মুরগী লালন পালন থেকে শুরু করে ডিম সংগ্রহ বা ব্রয়লার মুরগি হারভেস্টিং হয়ে থাকে। সালমেটের অনবদ্য টেকনোলজি হল, লিটার ম্যানেজমেন্ট এবং মুরগী বিষ্ঠা থেকে খাটি NPK সার উৎপাদন ।