09 মার্চ
  • By admin

দেশের শীর্ষস্থানীয় কৃষিভিত্তিক প্রতিষ্ঠান চিকস অ্যান্ড ফিডস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে চায়নার – Shanghai Stable Industrial Co.Ltd (STB)। এর ফলে STB -এর উৎপাদিত যেকোন মিল্ক প্রসেসিং এর জন্য ব্যবহৃত সরজ্ঞাম এখন থেকে বাংলাদেশে সরবরাহ করতে পারবে চিকস অ্যান্ড ফিডস।

উল্লেখ্য যে, STB-বহু বছর ধরে ফ্রুট ও মিল্ক প্রসেসিং এর জন্য টার্ন-কি সমাধান দিয়ে আসছে। তাদের আছে দক্ষ ফুড ইজ্ঞিনিয়ারিং টিম আর সেজন্য টার্ন-কি প্রজেক্ট কনসালটেন্সি, ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন ও উন্নত বিক্রয়োত্তর সেবা তারাই প্রদান করে আসছে । তাদের তত্ত্বাবধানে করা কিছু প্রকল্প – Prosana (Stirred Yougurt Line), Youran Dairy(Milk Silos and CIP), Cezanne (Stirred cream processing line ), SIG, Nestle, Sidel, SIPA, KERRY, Nanjing Huachuang, F&P(customized CIP), KHS, KRONES (CIP OEM), Liao Yuan(Pasteurized milk line), New Hope (Haizi) Yogurt fermentation line, AIERLE (Whole line for yogurt pretreatment)।

STB ও চিকস অ্যান্ড ফিডস লিমিটেড এর এই চুক্তির ফলে নতুন উদ্যেক্তা ও উপকারভোগী সহজেই STB এর লোকাল সাপোর্ট পাওয়ার পাশাপাশি, উভয়ই লাভবান হবে বলে আশা করা যাচ্ছে।